Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২২

কর্মবণ্টন


কর্মকর্তা-কর্মচারিগণের কার্যবণ্টন  :
    
  পদবী              :  প্রধান তথ্য অফিসার 
  বেতন গ্রেড      :  ১ম গ্রেড
  দায়িত্বাবলী       :

১। প্রশাসনিক প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করা এবং অধিদফতরের সার্বিক প্রশাসনিক বিষয়াদির জন্য দায়ী থাকা। 
২। সরকারের প্রচার উপদেষ্টা হিসাবে দায়ি পালন করা, প্রচার নীতি প্রণয়নে সরকারকে পরামর্শ দেয়া এবং সরকারের সার্বিক প্রচার প্রচেষ্টার সমন¦য় সাধন করা।
৩। টেকনিক্যাল বিষয়ে এবং বিভাগ সম্পর্কিত নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করা।
৪। স্থানীয় প্রেস এবং ঢাকায় অবস্থানরত বিদেশি প্রচার মাধ্যমের প্রতিনিধিবর্গ এবং কূটনৈতিক প্রতিনিধিদের সাথে যোগাযোগ রক্ষা করা।  
৫। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রচারমূলক বিষয়াদি তত্ত্বাবধান করা।
৬।  বিদেশি রাষ্ট্র প্রধান, সরকার প্রধান, ভিআইপিদের বাংলাদেশ সফরের বিষয়াদি প্রচারের ব্যবস্থা করা। 
৭। বিদেশি প্রচার মাধ্যমের প্রতিনিধিদের সফরসূচী তত্ত্বাবধান করা, স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের দেশব্যাপী উন্নয়নমূলক কর্মকান্ডের সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করা।
৮। অধিদফতরের বার্ষিক বাজেট বরাদ্দের ক্ষেত্রে মূখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা এবং নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবে অফিসের দায়িত্ব পালন করা।
৯। আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধি এবং সারসংক্ষেপ সরকার কর্তৃক ইস্যূকৃত নির্দেশনা অনুযায়ী অধিদফতরের উপর অর্পিত দায়িত্ব সম্পাদন করা। 
১০। ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন এবং আনুতোষিক মঞ্জুর করা।
১১। অধিদফতরের দৈনন্দিন কাজকর্ম দক্ষতা ও নিয়ম-শৃঙ্খলার সাথে যথাযথভাবে সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান।
১২। মাঠ পর্যায়ের কর্মচারীদেরকে নির্বাহী ও অপারেশনাল দিকনির্দেশনা দেয়া এবং তাদেরকে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা।
১৩। প্রচলিত পদ্ধতি এবং নিয়োগ বিধি অনুযায়ী অধিদফতরের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা। 
১৪। তাঁর অধীনে কর্মরত কর্মকর্তাদের ক্ষমতা ডেলিগেট করার বিষয়ে সঠিক নির্দেশনা জারি করা।
১৫। অধিদফতরের বিভিন্ন শাখার কাজ নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সমন¦য় সাধন করা। 
১৬। পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সভা-সমাবেশে অধিদফতরের প্রতিনিধিত্ব করা, ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলে তার প্রতিনিধি মনোনয়ন দেয়া।
১৭। তাঁর ডেপুটিগণ ব্যতীত সকল ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তা এবং ননগেজেটেড কর্মচারীদেরকে অর্জিত ছুটি মঞ্জুর করা।
১৮। নিজ কর্মস্থলে তাঁর অধীনস্থ সকল কর্মকর্তাদের সাথে মাসে অন্তত ১ (এক) বার সভায় মিলিত হওয়া এবং এক মাসের অধিক সময়ের অনিস্পন্ন কেসের নিস্পত্তির বিষয়ে আলোচনা করা।
১৯। বার্ষিক পরিদর্শন ছাড়া মাসে অন্তত একবার তাঁর অফিস পরিদর্শন করা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহ ত্রৈমাসিক ভিত্তিতে পরিদর্শন করা। 
২০। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা।
২১। অধিদফতরের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সংরক্ষণ করা।
২২। সরকার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।
    
    পদবী          : অতিরিক্ত প্রধান তথ্য অফিসার
    বেতন গ্রেড   : ৩য় গ্রেড 
    দায়িত্বাবলী    :

১। ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, স¦াস্থ্য, জনসংখ্যা, শিল্প এবং যোগাযোগ সম্পর্কে বাংলাদেশের মৌলিক তথ্য সংগ্রহ করা।
২। বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্বের তালিকা প্রণয়ন করা।
৩। মাঠ পর্যায়ে জরীপ এবং জনমতের ভিত্তিতে জাতীয় ইস্যু এবং উন্নয়ন কর্মকাণ্ডের উপর বাস্তবায়নমূলক রিপোর্ট প্রণয়ন করা। 
৪। রেফারেন্স ম্যাটেরিয়েল হতে ফিডব্যাক রিপোর্ট তৈরি করা।
৫।  মাইক্রোফিল্ম ইউনিট এবং কপিয়ার মেশিন যথাযথ সংরক্ষণ করা।
৬। বিশ্লেষণমূলক সংবাদ, রিপোর্ট, গবেষণামূলক প্রবন্ধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলাদি সংরক্ষণ করা।
৭। পাঠাগার যথাযথভাবে সংরক্ষণ ও বইপত্র এবং গবেষণামূলক প্রবন্ধের নিয়মিত ইনডেক্স ও ক্যাটালগ করা।
৮। ক্লিপিংস ও এর বিভাজন করা এবং বিষয়ভিত্তিক ফাইলিং করা।
৯।  গুরুত্বপূর্ণ জাতীয় দিবসসমূহে বিশেষ নিবন্ধ তৈরি এবং প্রকাশের ব্যবস্থা করা।
১০। বিদেশি সংবাদ রিপোর্ট মনিটর করা। 
১১। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মণালয়ে দৈনিক ক্লিপিংস সরবরাহের তত্ত্বাবধান করা। 
১২। সাপ্তাহিক ঘটনা প্রবাহের পাক্ষিক প্রতিবেদন প্রণয়ন-এর তত্ত্বাবধান করা।
১৩। অধিদফতরের কর্মকান্ডের সার্বিক রিপোর্ট প্রণয়ন-এর কাজ তত্ত্বাবধান করা।
১৪। প্রধান তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা। 
    

 পদবী            :  সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রশাসন)
 বেতন গ্রেড    :  ৪র্থ গ্রেড
 দায়িত্বাবলী     :

১। প্রশাসনিক বিষয়ে দায়িত্ব পালনে বিভাগীয় প্রধানকে সহায়তা করা। 
২। প্রয়োজন অনুযায়ী বিভাগীয় প্রধানের প্রতিনিধিত্ব করা।
৩। বিভাগীয় প্রধানের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করা।
৪। কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি বিষয়ক কেইস দেখা।
৫। অধিদফতরের নন-গেজেটেড কর্মচারীদের সার্ভিস বই রক্ষণাবেক্ষন করা।
৬। কর্মকর্তা/কর্মচারীদের যাতায়াত ভাতার বিল প্রক্রিয়াকরণ এবং পুঙ্খানুপুঙ্খরুপে তদারকি করা।
৭। অধিদফতরের ৪র্থ শ্রেণির কর্মচারীদের লিভারিজ সরবরাহের ব্যবস্থা করা।
৮। অধিদফতরের নন-গেজেটেড কর্মচারীদের বার্ষিক বর্ধিত বেতন সমূহ মঞ্জুর করা।
৯। অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিধি পর্যালোচনা ও প্রণয়ন করা।
১০। কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংরক্ষণ করা।
১১। অধিদফতরের এবং এর আ লিক কার্যালয়সমূহের অফিস, যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় ও  সংরক্ষণ করা। 
১২। অধিদফতরের পরিবহন/ রেকর্ড সংরক্ষণ করা।
১৩। আ লিক কার্যালয়ের জন্য গাড়ী ভাড়া নেয়ার ব্যবস্থা করা।
১৪। কর্মচারীদের সুযোগ-সুবিধা দেখাশুনা করা।
১৫। প্রধান তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ছুটি মঞ্জুর করা।
১৬। আয়ন ও ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা।
১৭। প্রধান তথ্য কর্মকর্তার পক্ষে ব্যয় সম্পর্কিত মঞ্জুরিপত্র ইস্যু করা। 
১৮। প্রধান তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।
    
      
 পদবী             :  সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস)
 বেতন গ্রেড     :  ৪র্থ গ্রেড
 দায়িত্বাবলী      :

১। সংবাদ মাধ্যম তথা সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকান্ড প্রচারের ব্যবস্থা করা।
২। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গের বিভিন্ন কার্যক্রম সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।
৩। বার্তাকক্ষের কর্মতৎপরতার তত্ত্বাবধান করা।
৪। সরকারী কর্মকা-ের উপর গৃহীত ছবি প্রচারের ব্যবস্থা করা।
৫। ডার্করুমের ফটোগ্রাফিক কর্মতৎপরতার তত্ত্বাবধান করা।
৬। মন্ত্রিপরিষদ বিভাগের যাবতীয় সভার কার্যক্রম সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।
৭। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং বিদেশী অভ্যাগত/অতিথিদের জন্য সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করা। 
৮। বিভিন্ন মন্ত্রণালয়ে এবং সংবাদ কক্ষে তথ্য কর্মকর্তা সংযুক্ত করা এবং তাঁদের কাজ তত্ত্বাবধান করা।
৯। সংবাদ মাধ্যমে বহিঃ সংবাদ প্রচারের ব্যবস্থা করা এবং আ লিক তথ্য অফিসসমূহের সাথে লিয়াজোঁ রক্ষা করা।
১০। সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করা।
১১। বিশেষ বিশেষ অনুষ্ঠান সমূহের প্রচারের ব্যবস্থা করা।
১২। উন্নয়নমূলক প্রকল্প প্রচারের পরিকল্পনা করা।
১৩। প্রধান তথ্য অফিসার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।    
      
  পদবী             : সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল এবং লিয়াজোঁ)
  বেতন গ্রেড     : ৪র্থ গ্রেড
  দায়িত্বাবলী      :

১। জাতীয় এবং বিদেশি মিডিয়ার ব্যক্তিবর্গের আচার অনুষ্ঠানের সমন¦য়ের ব্যবস্থা করা।
২। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের সম্মেলন, সেমিনার এবং ওয়ার্কশপের যথাযথ প্রচারের ব্যবস্থা করা।
৩। বাংলাদেশে সফররত অথবা অবস্থানরত বিদেশি সাংবাদিকদের সাথে লিয়াজোঁ রক্ষা করা।
৪। বিদেশস্থ বাংলাদেশ মিশনে নিয়মিত ছবি এবং প্রচারমূলক কাগজপত্র সরবরাহের নিশ্চয়তা বিধান করা।
৫। ঢাকায় অবস্থিত বিদেশি মিশন সমূহের অনুরোধক্রমে ছবি এবং প্রচারমূলক কাগজপত্র সরবরাহ করা।
৬। স্থানীয় ও বিদেশী সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের ব্যবস্থা করা।
৭। বাংলাদেশে সফররত ভিআইপি ও ভিভিআইপিগণকে দেয়ার জন্য ছবির এলবাম প্রস্তুত করা।
৮। সংবাদ মাধ্যমের জন্য টেলিফোন গাইড ও অন্যান্য পত্রিকা মুদ্রণ এবং বিতরণের ব্যবস্থা করা।
৯। সাংবাদিকদের পরিচালনার জন্য আ লিক তথ্য অফিস সমূহের সাথে লিয়াজোঁ রক্ষা করা।
১০। বাংলাদেশে সফররত বিদেশী সাংবাদিকদের জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্য প্রস্তুত করা এবং সংরক্ষণ করা।
১১। প্রধান তথ্য অফিসার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা। 
     
      
     পদবী            :  উপ-প্রধান তথ্য অফিসার (মৌলিক তথ্য, ব্যক্তিত্ব ও তথ্য সংরক্ষণ)
     বেতন গ্রেড    :  ৫ম গ্রেড 
     দায়িত্বাবলী     :

    ১। ইতিহাস, ভূগোল, সং¯কৃতি, কৃষি, শিক্ষা, স¦াস্থ্য, জনসংখ্যা, শিল্প এবং যোগাযোগ সম্পর্কে বাংলাদেশের মৌলিক তথ্য সংগ্রহ করা। (সূত্র: পরিসংখ্যান ব্যুরো)
    ২। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গের জীবন বৃত্তান্ত তৈরি, সংরক্ষণ ও বন্টনের ব্যবস্থা করা।
    ৩। অধিদফতরের কর্মকান্ডের মাসিক ও বার্ষিক রিপোর্ট তৈরি করা। 
    ৪। রেফারেন্স ম্যাটেরিয়াল হতে ফিডব্যাক রিপোর্ট তৈরী করা।
    ৫। রেফারেন্স কাগজপত্র সংরক্ষণ করা।
    ৬। গুরুত্বপূর্ণ  প্রেস ক্লিপিংসসহ গবেষণামূলক তথ্যাদি সংরক্ষণ করা।
    ৭। প্রয়োজনীয় বই ক্রয়সহ পাঠাগারের কাজ তত্ত্বাবধান করা।
    ৮। ক্লিপিংস এর বিভাজন করা এবং বিষয় ভিত্তিক ফাইলিং করা।
    ৯। প্রধান তথ্য অফিসার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।
           
    

     পদবী              : উপ- প্রধান তথ্য অফিসার (সংবাদ পর্যালোচনা ও গবেষণা)
     বেতন গ্রেড      : ৫ম গ্রেড
     দায়িত্বাবলী       :   

    ১) মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও সচিবগণকে দৈনিক ক্লিপিংস সরবরাহের ব্যবস্থা করা।
    ২) বিদেশি সংবাদ রিপোর্ট মনিটর করা। 
    ৩) দৈনিক এবং সাপ্তাহিক প্রেসট্রেন্ড তৈরি করা।
    ৪) গুরুত্বপূর্ণ সংবাদ সমূহের অনুবাদ ও পুনঃ মুদ্রণের ব্যবস্থা করা।
    ৫) মাঠ পর্যায়ে জরিপ এবং জনমতের ভিত্তিতে জাতীয় ইস্যু এবং উন্নয়ন কর্মকা-ের উপর বাস্তবায়নমুলক রিপোর্ট প্রণয়ন  করা।
    ৬) প্রধান তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।

 

  পদবী              :উপ-প্রধান তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিসসমূহ
  বেতন গ্রেড      : ৫ম গ্রেড
  দায়িত্বাবলী       :

 

    ১। আঞ্চলিক অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা, সংশ্লিষ্ট অফিস যাতে দক্ষতার সাথে  কাজকর্ম করে সেমতে দায়িত্ব পালন করা এবং অফিসের শৃঙ্খলা রক্ষা করা।
    ২।  আঞ্চলিক তথ্য অফিসের বার্ষিক বাজেট বরাদ্দের আয়ণ ও ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করা।
    ৩। সংশ্লিষ্ট অফিসের ননগেজেটেড কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি ইত্যাদি মঞ্জুর করা এবং তাদের সার্ভিস রেকর্ড সংরক্ষণ করা।
    ৪। বার্ষিক বাজেট প্রাক্কলন তৈরি করা এবং বার্ষিক মঞ্জুরকৃত অনুদানের বিপরীতে ব্যয়ের হিসাব রক্ষা করা।
    ৫। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং প্রশাসনের সাথে লিয়াজোঁ রক্ষা করা। 
    ৬। বিভাগীয় জেলা ও থানা পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের ব্যবস্থা করা।


  পদবী             : সিনিয়র তথ্য অফিসার
  বেতন গ্রেড     : ৬ষ্ঠ গ্রেড
  দায়িত্বাবলী      :

    ১)  সংবাদপত্রে প্রকাশের জন্য এবং রেডিও টেলিভিশনে প্রচারের জন্য হ্যান্ডআউট, প্রেসনোট ইত্যাদি প্রস্তুত করা।
    ২)  সংবাদপত্রে প্রকাশের জন্য বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের উপর নিবন্ধ লেখা।
    ৩)  মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত থাকাকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়গণের বিভিন্ন সরকারি/বেসরকারি অনুষ্ঠান কভার করা এবং তাদের সফর সংক্রান্ত বিষয়াদি সকল সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।
    ৪)  সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার (প্রেস) এর তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও বিভাগের প্রচারের কাজ যথাযথভাবে যথাসময়ে প্রচারের ব্যবস্থা করা।
    ৫)  স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের সফর কভার করার ব্যবস্থা করা।
    ৬)  সংবাদ সমে¥লনের ব্যবস্থা করা।
    ৭)  সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার(প্রেস) কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।
  
 পদবী              :  চিফ ফিচার রাইটার 
 বেতন গ্রেড      :  ৬ষ্ঠ গ্রেড
 দায়িত্বাবলী       :

    ১) সরকারের বিভিন্ন কর্মকা- বিশেষ করে সরকারী নীতিমালা, উন্নয়ন কর্মকা- স¤পর্কে আকর্ষণীয় নিবন্ধ, প্রবন্ধ, রেখাচিত্র, কার্টুন ইত্যাদি রচনা এবং পত্রপত্রিকায় ইস্যু করা। 
    ২) বিভিন্ন সময়ে সরকারি নানা প্রচার অভিযানে ফিচার রচনা করে সহায়ক ভূমিকা পালন করা।
    ৩) প্রধান তথ্য অফিসার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।

  পদবী            :    তথ্য অফিসার
  বেতন গ্রেড    :     ৯ম গ্রেড
  দায়িত্বাবলী      :

১) সংবাদপত্রে প্রকাশের জন্য এবং রেডিও টেলিভিশনে প্রচারের জন্য হ্যান্ডআউট, প্রেসনোট ইত্যাদি প্রস্তুত করা।
২) সংবাদপত্রে প্রকাশের জন্য বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের উপর নিবন্ধ লেখা।
৩) মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত থাকাকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়গণের বিভিন্ন সরকারি/বেসরকারি অনুষ্ঠান কভার করার এবং তাদের সফর সংক্রান্ত বিষয়াদি সকল সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।
৪) সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার (প্রেস) এর তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও বিভাগের প্রচারের কাজ যথাযথভাবে যথাসময়ে প্রচারের ব্যবস্থা করা।
৫)  স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের সফর কভার করার ব্যবস্থা করা।
৬)  সংবাদ সমে¥লনের ব্যবস্থা করা।
৭)  সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার(প্রেস) কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।
  

  পদবী                 :অংকন শিল্পী 
  বেতন গ্রেড         : ৯ম গ্রেড
  দায়িত্বাবলী          :

১) ইলাস্ট্রেশন করা
২) বুক কভার ডিজাইন করা
৩) প্রচ্ছদ অলংকরণ করা
৪) কার্টুন তৈরি করা
৫) দাপ্তরিক আর্টের সব রকম কাজ করা
৬) পোস্টার তৈরি করা
৭) ক্যাপশন তৈরি করা
প্রধান তথ্য অফিসার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব।


   পদবী             : প্রধান আলোকচিত্রগ্রাহক
   বেতন গ্রেড     : ৯ম গ্রেড
   দায়িত্বাবলী      :

    ১)  ফটোগ্রাফিক শাখার প্রধান হিসোবে দায়িত্ব পালন করা এবং উক্ত শাখার সার্বিক পেশাগত কাজকর্মের জন্য দায়ী থাকা। 
    ২)  বিভিন্ন সরকারী অনুষ্ঠানের ছবি তোলার জন্য চিত্রগ্রাহকদের মধ্যে দায়িত্ব বন্টন করা।
    ৩) তাঁর অধীনন্থ কর্মচারীদের হাজিরা বহি সংরক্ষণ করা এবং অনুপস্থিত কর্মচারীদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
    ৪) ফটোগ্রাফিক যন্ত্রপাতি ও ষ্টোরস এর বার্ষিক চাহিদা নিরুপন করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
    ৫) সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য ছুটির দিনে এবং দৈনিক শিফটের জন্য তাঁর অধীনস্থ ফটোশাখার কর্মচারীদের মধ্যে কাজ বন্টন করা। 
    ৬)  ফটোগ্রাফিক যন্ত্রপাতির যথাযথ রক্ষনাবেক্ষণ এর জন্য দায়ী থাকা। 
    ৭)  উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় যে কোন দায়িত্ব পালন করা।
    

    পদবী              : সহকারী তথ্য অফিসার
    বেতন গ্রেড      : ১০ম গ্রেড
    দায়িত্বাবলী       :

    ১) মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত থাকাকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়ের বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠান কভার করা এবং তাঁদের সফর সংক্রান্ত যাবতীয় বিষয়াদি     তদারকি করা।
    ২)  সংবাদপত্রে প্রকাশের জন্য বিভিন্ন সরকারি নীতি নির্ধারণ/উন্নয়ন কর্মকাণ্ডের উপর নিবন্ধ/প্রবন্ধ লেখা।
    ৩)  নির্বাচন এবং অন্যান্য জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনার সময় জরুরি সার্ভিস প্রদান করা।
    ৪)  সিনিয়র ডিপিআইও(প্রেস) কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।


পদবী            :প্রশাসনিক কর্মকর্তা 
বেতন গ্রেড    : ১০ম গ্রেড
 দায়িত্বাবলী    :

১) প্রাত্যহিক প্রশাসনিক কাজের সঠিক তত্ত্বাবধান, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি মঞ্জুর এবং এতদসংক্রান্ত সকল নথি সংরক্ষণ করা। 
২) দ্বিতীয় শ্রেণীর গেজেটেড ও ননগেজেটেড কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বদলি ও  শৃঙ্খলা সংক্রান্ত  যাবতীয় কাজ করা,ননগেজেটেড কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংরক্ষণ।
৩) অফিস ভবনের নিরাপত্তা, আঞ্চলিক তথ্য অফিসসমূহের প্রশাসনিক এবং আর্থিক মঞ্জুরি সংক্রান্ত যাবতীয় কাজ করা, ননগেজেটেড কর্মচারীদের ব্যক্তিগত নথি সংরক্ষণ।
 ৪) অফিসে আগত চিঠিপত্রের সুষ্ঠু বন্টন ব্যবস্থা, অফিস স্টোর অনুমোদনের যাবতীয় কাজ এবং অফিসের কর্মচারীদের কল্যাণ সংক্রান্ত কাজ করা।
প্রধান তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।  


পদবী              : ক্রয় কর্মকর্তা
বেতন গ্রেড      : ১০ম গ্রেড
দায়িত্বাবলী       :

১)  দফতরের প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ও মালামাল ক্রয় এবং এতদসংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করা।
২)  স্টেশনারি অফিস থেকে প্রয়োজনীয় স্টেশনারি সংগ্রহ ও বাজার থেকে প্রয়োজীয় স্টেশনারি ক্রয় করা।
৩) যানবাহন এবং আসবাবপত্র ক্রয়, মেরামত এবং এতদসংক্রান্ত যাবতীয় কাজ করা।
৪) দেশি ও বিদেশি সংবাদপত্র ক্রয় ও অফিস ভবনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করা এবং 
     প্রধান তথ্য অফিসার কর্তৃক যে কোন দায়িত্ব পালন করা। 

 

  পদবী            : অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা
  বেতন গ্রেড    :১০ম গ্রেড
  দায়িত্বাবলী     :
    
    ১) কেন্দ্রীয় ও আ লিক অফিসের বাজেট প্রণয়ন, দাখিল এবং এতদসংক্রান্ত যাবতীয় কাজ করা।
    ২) বিভিন্ন উপখাতের অধীন বাৎসরিক বন্টন ব্যয় ও তার হিসাব রক্ষণ, বাজেট সংক্রান্ত বিভিন্ন খরচের হিসাবের খাতা সংরক্ষণ,মাসিক খরচের প্রতিবেদন তৈরি এবং   তা মন্ত্রণালয়ে প্রেরণ করা।
    ৩) নিরীক্ষা আপত্তির জবাব প্রদান করা , কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও বিভিন্ন ধরনের অগ্রিমের বিল তৈরি করা ও ক্যাশবুক সংরক্ষণের ব্যবস্থা করা। 
    ৪)অফিসের যাবতীয় স্টোর গ্রহণ, সংরক্ষণ ও সরবরাহ এবং অফিসের আসবাবপত্রের ফর্দ তৈরি ও সংরক্ষণ করা।
      প্রধান তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা। 
     
          
পদবী            : বিতরণ কর্মকর্তা
বেতন গ্রেড    : ১০ম গ্রেড 
দায়িত্বাবলী     :
    
    ১)  প্রাত্যহিক ইস্যু ও ডেসপাচের যাবতীয় কাজ করা।
    ২)  দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র, প্রেসনোট, তথ্যবিবরণী ইত্যাদি বিতরণের কাজ করা।
    ৩)  ডেসপাচের কাজে সংশ্লিষ্ট ডি/আর, এমএলএসএসদের দায়িত্ব বন্টন করা।
    ৪)  প্রধান তথ্য অফিসার প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।


পদবী            :  তথ্য সহকারী  
বেতন গ্রেড    : ১১ম গ্রেড  
দায়িত্বাবলী     :

১) সংবাদ সম্পাদনা করা।
২) ক্যাপশন তৈরি করা।
৩) পেপার থেকে ক্লিপিংস তৈরি করা।
৪) প্রেস ট্রেন্ড তৈরি করা।
এছাড়া প্রধান তথ্য অফিসার মহোদয় কর্তৃক অন্যান্য দায়িত্ব পালন করা।   


পদবী            :  স্টোর কিপার 
বেতন গ্রেড    : ১২ম গ্রেড  
দায়িত্বাবলী     : 

    ১) স্টেশনারি অফিস হতে অধিদফতরের যাবতীয় স্টেশনারি মালামাল সংগ্রহ/বুঝে নেয়া এবং রিকুইজিশনের প্রেক্ষিতে সরবরাহ করা। 
    ২) অধিদফতরের যন্ত্রপাতি মেরামত পরবর্তী যন্ত্রাংশ বুঝে নিয়ে বিলের গায়ে প্রত্যয়ন করা। 
    ৩) নতুন যানবাহন/যন্ত্রপাতি ক্রয়ের পর মজুত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা। 
    ৪) মজুত রেজিস্ট্রার রক্ষনাবেক্ষণসহ প্রধান তথ্য অফিসার মহোদয় কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা। 
    

পদবী            :  লাইব্রেরিয়ান   
বেতন গ্রেড    : ১৩ম গ্রেড  
দায়িত্বাবলী     :  

১) জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা/ম্যাগাজিন সংরক্ষণ করা। 
২) সরকারি তথ্যবিবরণী বাঁধাই করে সংরক্ষণ করা। 
৩) বাংলাদেশ গেজেট সংরক্ষণ করা। 
৪) দৈনিক ও সাপ্তাহিক সংবাদ গতিধারা সংরক্ষণ করা।  
৫) পেপার ক্লিপিং বিষয়ভিত্তিক সংরক্ষণ করা।  
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করা এবং প্রধান তথ্য অফিসার কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।